×

রাজনীতি

গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

https://www.youtube.com/watch?v=xFVq_gtvSYs
   

রাজধানীতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বিচ্ছিন্নভাবে এই মাঠে এসে জড়ো হতে দেখা গেছে।

এর আগে বিকেল সোয়া ৪টায় ডিবি কার্যালয়ের সামনে আগের শর্তগুলোই বহাল থাকবে। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছেন। এভাবেই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম। গোলাপবাগ মাঠের ক্ষেত্রেও তাই। আমাদের পুলিশ সদস্যরা আশপাশের এলাকা তদারকি করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এদিকে, দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনো কাগজ দেয়নি।’

বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল (শনিবার) বেলা ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App