
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৭:১৯ পিএম
আরো পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মান্না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২০, ১০:৩২ পিএম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ৮ টায় গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজা’য় যান মাহমুদুর রহমান মান্না। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে স্বাক্ষাৎ শেষ করে রাত পৌনে ৯ টায় বেরিয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। রাত ৯ টায় তিনি বলেন, আমার বাসা বেগম খালেদা জিয়ার বাসার পাশেই। তাই ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
সেই সুযোগ তিনি দিয়েছেন। তার সঙ্গে দেখা হয়েছে।’ খালেদা জিয়া কেমন আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আছেন কোনো মতো। এখন তিনি বসতে পারছেন। কথা বলতে পারছেন। আমাদের সঙ্গে দেখা করতে পারছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ৮ টায় গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজা’য় যান মাহমুদুর রহমান মান্না। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে স্বাক্ষাৎ শেষ করে রাত পৌনে ৯ টায় বেরিয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। রাত ৯ টায় তিনি বলেন, আমার বাসা বেগম খালেদা জিয়ার বাসার পাশেই। তাই ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
সেই সুযোগ তিনি দিয়েছেন। তার সঙ্গে দেখা হয়েছে।’ খালেদা জিয়া কেমন আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আছেন কোনো মতো। এখন তিনি বসতে পারছেন। কথা বলতে পারছেন। আমাদের সঙ্গে দেখা করতে পারছেন।