মানিকগঞ্জ- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী টুলুর কাছে হেরে গেলেন মমতাজ বেগম

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম

মমতাজ
মানিকগঞ্জ-০২ (সিংগাইর ও হরিরামপুর উপজেলা এবং সদর উপজেলার পুটাইল, ভাড়ারিয়া ও হাটিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী( ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
এ আসনে মোট ১৯৩ টি ভোট কেন্দ্রের সব গুলির ফলাফল অনুযায়ী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট এবং নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
এতে ৬ হাজার ১৭১ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু নৌকাকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
সংসদীয় আসনের সকল কেন্দ্রের ভোট গণনা শেষে রাত রাত ১১ টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেহানা আক্তার তার কক্ষে চূড়ান্ত ফলাফল ঘোষণা দেন। এতে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বেসরকারিভাবে নির্বাচিত হন।