ব্যক্তিগত আমন্ত্রণে মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৪:২৮ এএম

ছবি: ভোরের কাগজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে তার বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মঈন খানের গুলশানস্থ বাসভবনে আসেন ব্রিটিশ হাইকমিশনার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা যায়নি ।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ড. মঈন খানের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও পরে তা আর সম্ভব হয়নি।
এর আগে শনিবার (৩০ মার্চ) রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে দেখতে গিয়ে সাংবাদিকদের আব্দুল মঈন খান বলেছিলেন, ক্ষমতার জন্য বিদেশিদের ওপর বিএনপি নির্ভর করছে না। আন্দোলনেই তাদের ভরসা।