শেরীফা কাদের
দেশের স্বার্থেই সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৪, ১০:১১ পিএম

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেছেন, দুর্নীতিও দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অপরিসীম ভুমিকা আছে। ইতিহাসের সব ইতিবাচক পরিবর্তনে সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভুমিকা পালন করেছে। আগামী দিনেও সাংস্কৃতিক কর্মীরা দেশের স্বার্থে ভুমিকা রাখবে। দেশের স্বার্থেই সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (১ জুন) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির এক সভায় সভাপতি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগষ্ট জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: ৩১ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় জিএম কাদেরের ক্ষোভ
সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন- সাংস্কৃতিক পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার বেগম এমপি, সহ-সভাপতি খন্দকার দেলোয়ার জালালী, সহ-সাধারণ সম্পাদক রাজীব গুহ, মুহ. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, মিঠু হাসান, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক সুশান্ত কুমার সুত্রধর (শান্ত), সাংস্কৃতিক সম্পাদক চম্পা মন্ডল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফসানা ইয়াসমিন, সহ ক্রীড়া সম্পাদক মো. জিয়াউর রহমান, প্রাদেশিক বিষয়ক সম্পাদক মিরাজ মেহেদী, সদস্য মো. আব্দুস সামাদ খান, মোছা. রায়েনা লাইলাতুল কদর, তামান্না চৌধুরী, নাহিদা তনুজা।