লেবার পার্টির চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৬:৩২ পিএম

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) দুপুরে তিনি নিজ এলাকা বরিশালের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হোন।
আরো পড়ুন: বাংলাদেশের রাজনীতি নিয়ে যা বললেন ইউনূস
দূর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান এবং লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারাত্মক আহত হন। সেখানে স্থানীয়রা আহতদের পাশ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, আমরা প্রাইভেটকার যোগে ঢাকা আসার পথে বাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে তাদের সাইট দিতে গিয়ে আমাদের গাড়ীটি মেইন রোড থেকে রাস্তার নিচে ছিটকে পড়ে যায়।