বাহাউদ্দিন নাছিমের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১১:০৬ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা -৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৭জুন) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ঢাকা-৮ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বীরেন শিকদার এমপি, সাংবাদিক স্বপন সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মনিন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, কৃষিবিদ সমীর চন্দ, নির্মল গোস্বামী, অশোক মাধব রায়, সুব্রত পাল, সুবীর কিশোর চৌধুরী, নান্টু রায় ও প্রকৌশলী রতন কুমার দত্ত উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।