কোটা আন্দোলনকারীরা রাজাকার-আলবদরের সন্তান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:৫০ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম মন্তব্য করে বলেছেন, কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রদের কাঁধে বিএনপি-জামায়াত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার-আলবদরদের সন্তান।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর গ্রামে নতুন খেলার মাঠ নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে কামরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রদের দাবির বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। ২০১৮ সালের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে ছাত্রদের প্রতিনিধির মাধ্যমে আদালতে নিজেদের দাবি উপস্থাপন করার জন্য বলেছেন। কিন্তু বিএনপি-জামায়াত চক্র ছাত্রদের ওপর ভর করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সাংবাদিকদের ওপর হামলা করছে। পুলিশকে উসকানি দিচ্ছে। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। যারা এ আন্দোলন করছে তারা আমাদের সন্তান নয়, তারা রাজাকার-আলবদরদের সন্তান।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না : নিখিল
তিনি আরো বলেন, দেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে সে সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড সদস্য হাজী মজিবুর রহমানসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।