আন্দোলনকারীরা ফিরছেন হলে, টিএসসিতে ছাত্রলীগের অবস্থান

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১০:২৮ পিএম

ছবি: ভোরের কাগজ
কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে হলে ফিরছেন। অন্যদিকে টিএসসি এলাকায় ছাত্রলীগের অবস্থান রয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত নয়টার দিকে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে জগন্নাথ হলের সামনে দিয়ে ফুলার রোড হয়ে ভিসি চত্বর পর্যন্ত যান আন্দোলনকারীরা। পরে তারা মুহসিন হলসহ বিভিন্ন হলে খণ্ডিত খণ্ডিত মিছিল নিয়ে যান। এসময় ভিসি চত্বরে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়।
আরো পড়ুন: জরুরি বৈঠকে নেয়া হলো ৫ সিদ্ধান্ত
এর আগে বিকেল তিনটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে টিএসসিতে জড়ো হতে থাকেন ছাত্রলীগ। এদিকে বিকেল পাঁচটার দিকে চানখারপুল মোড়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষে তিনজন আন্দোলনকারী শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
দিনভর উত্তেজনা থাকলেও টিএসসি থেকে ছাত্রলীগ বা শহীদ মিনার থেকে আন্দোলনকারীদের কোনো পক্ষই মুখোমুখি অবস্থান নেয়নি। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।