জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার কারণ জানালেন নাছিম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৬:২৬ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, জঙ্গি গোষ্ঠী জামায়াত ও তাদের ক্যাডার শিবিরের হাত থেকে বাংলাদেশের মানুষদের রক্ষা করার জন্য তাদেরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই আইন করে এদের নিষিদ্ধ করা হবে। এদের যত তাড়াতাড়ি নিষিদ্ধ করা হবে তত তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসবে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে কঠোর হস্তে এদের দমন করতে হবে। এরা সন্ত্রাসী গোষ্ঠী ও মানুষের সম্পদ লুণ্ঠনকারী। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এদের কাজ। এরা মানুষের হাত পায়ের রগ কাটে। মানুষকে মেরে উল্টো করে ঝুলিয়ে এ গোষ্ঠী আনন্দ পায় ও দেশের জনগণকে ভয় দেখাতে চায়।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে নৌ সেক্টর ছাড়াও সবক্ষেত্রে পরিবর্তন এসেছে
নাছিম বলেন, আমাদের সব সময় এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সব প্রগতিশীলদের সঙ্গে নিয়ে এদের মোকাবেলা করব। এদেরকে মোকাবেলা করা শুধুমাত্র সরকারের একার কাজ নয়। দেশের সব জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিতভাবে এদের সব জঙ্গিবাদী কর্মকান্ডকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমাদের সবাইকে দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে সন্ত্রাসীদের রুখতে হবে। এই সন্ত্রাসীরা যাতে কোনো মায়ের কোল আর খালি করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মানুষের শান্তি অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবো।