সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি

পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) থেকে
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম

ছবি: ভোরের কাগজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন করা হয়েছে। নেত্রকোনার মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির ব্যানারে বুধবার (১৪ আগস্ট) দুপুরে মদন-নেত্রকোনা সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিগত সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে লুৎফুজ্জামান বাবরকে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে । বর্তমান ছাত্রজনতা ও গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কাছে আমরা ন্যায় বিচার আশা করছি।
বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন। ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি।
আরো পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।