এস আলমের ১৪ গাড়ি সরানোর ঘটনায় ৩ নেতাকে বিএনপির শোকজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৩:৫৬ পিএম

এস আলমের বিলাসবহুল ১৪ গাড়ি সরানোর ঘটনায় ৩ নেতাকে বিএনপির শোকজ। ছবি: সংগৃহীত
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার ঘটনায় চট্টগ্রাম বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) তিন নেতাকে নোটিশ দেয়া হয়েছে বলে বিএনপির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। নোটিশ পাওয়া বিএনপির এই নেতারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া।
বৃহস্পতিবার রাতে বন্দরনগরীর কালুরঘাট শিল্প এলাকার (বিসিক) মীর গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউস থেকে একে একে ১৪ বিলাসবহুল গাড়ি সরিয়ে নেয়া হয়। গাড়িগুলোর মধ্যে রয়েছে- বিএমডব্লিউ, মার্সিডিজ ও অডি, পোরশে ও রেঞ্জরোভার ইত্যাদি।
আরো পড়ুন: কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই
গাড়ি সরিয়ে নেয়ার একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন গাড়িগুলো সরিয়ে নেয়ার সময় তদারকি করছেন। তাদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ির চালক মনসুরও ছিলেন।
বিএনপি নেতারা সশরীর উপস্থিত থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার স্বজনদের ব্যবহৃত গাড়িগুলো সরিয়ে নেয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। তার মধ্যেই দলটি চট্টগ্রামের তিন নেতাকে শোকজ করল।