ব্যারিস্টার সুমনসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত
গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাটের নোয়াগাঁও গ্রামের মো. মোস্তাফিজুর রহমান মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মামলায় ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অনুষ্ঠানে হাজির ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। কিন্তু ব্যারিস্টার সুমনের নির্দেশে কিছু নেতাকর্মী ইটপাটকেল ছুড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অনেকেই আহত হন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইফুল আলম রুবেল এবং ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। এ ছাড়াও, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাদী মোস্তাফিজুর রহমানের অভিযোগ, হামলার সময় ব্যারিস্টার সুমনের নির্দেশে মানিক সরকার অলিউর রহমানকে রামদা দিয়ে আঘাত করেন, আর কবির মিয়া খন্দকার রড দিয়ে মারধর করেন। অলিউর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
আরো পড়ুন: সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদের পাহাড়
এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, কেন এই ধরনের সহিংসতা বাড়ছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হবে। সবাই আশা করছে, এই মামলার মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।