শামীম ওসমানসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

সাবেক এমপি একেএম শামীম ওসমান। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো. রাব্বি মিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে ৬৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে ১৫০ থেকে ২০০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই অন্তত মিয়া (২৬) সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন, বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
মামলায় অপর আসামিরা হলেন— শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমিরি ওসমান (৪৫), মহানগর আওয়ামী লীগের নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২) এবং কাউন্সিলর মতিউর রহমান মতিসহ (৫৫) আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার একটি ৪ তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে রাব্বি ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরো পড়ুন: রিমান্ড শেষে ইনু-মেননসহ ৪ আসামি কারাগারে
এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলার ১, ২ ও ৩ নম্বর আসামি অর্থাৎ শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিন হাজীর নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলিতে রাব্বি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।