ঢাবি ও জাবিতে গণধোলাইয়ে হত্যার ঘটনায় শিবিরের নিন্দা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধোলাইয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ঘটনাগুলোর কঠোর সমালোচনা করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘প্রতিহিংসা ও প্রতিশোধের স্পৃহা গণজাগরণের ইতিহাসকে ম্লান করে দিতে পারে। যেকোনো অপরাধের বিচার আইনের আওতায় হতে হবে। মব কিলিংয়ের মতো ঘটনা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা ও ব্যর্থতার প্রমাণ বহন করে।’
উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই রাতে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে গণপিটুনি দিয়ে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। শামীমের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ ছিল।
শিবিরের বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা সকলকে মব জাস্টিস থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হয়ে আইন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয়।
আরো পড়ুন: গণপিটুনিতে জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম নিহত
নিহত তোফাজ্জল প্রেমঘটিত কারণে ছিলেন ভারসাম্যহীন
এতে আরো বলা হয়, ‘রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করতে হবে।’