আ.লীগের প্রেতাত্মারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে: ফারুক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। ড. ইউনূস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র। যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। অথচ ড. ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলতে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগের কুচক্রী মহল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে ‘গণতন্ত্র ফোরাম’ নামে একটি সংগঠন।
জয়নুল আবেদীন ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন, কখন নির্বাচন হবে, সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে, যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন ডামি নির্বাচন কমিশন আর কোনোদিন দেশে আসবে না।
আরো পড়ুন: শহীদ পারভেজ এবং সৈকত চন্দ্রের পরিবারের পাশে তারেক রহমান
বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের কৃতকর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনোদিন নিজেদের নাম নিয়ে আসতে পারবে না।
গণমাধ্যমের স্বাধীনতা শেখ হাসিনা সরকার কেঁড়ে নিয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের সব সাংবাদিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগ আপনাদেরকে (সাংবাদিকদের) ঠিক মতো দায়িত্ব পালন করতে দেয়নি। আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে। চ্যানেলগুলোকে ডিজিএফআই নিয়ন্ত্রণ করেছে। আমরা আশা করছি, এ সরকারের অধীনে আপনারা বুক ফুলিয়ে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে ১৬ বছরের অত্যাচার, গুমের, মায়ের বুক খালি হওয়ার ইতিহাস তুলে ধরবেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশ থেকে ৯২ হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন। কানাডায় বাড়ি বানিয়েছেন, তখন মনে হয়নি পালিয়ে যাবেন। এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন। এসব কথা চলবে না। বাংলাদেশের মানুষ আপনাকে বিচারের আওতায় আনবে।