গাজায় গণহত্যা বন্ধের দাবি বাসদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
লেবানন ও গাজায় হামলা ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটি এ দাবি জানায়।
বাসদ নেতারা বলেন, ফিলিস্তিনের গাজার পর লেবাননে একের পর এক বোমা হামলা চালিয়ে ইতিমধ্যে ৭০০ মানুষকে হত্যা করা করেছে জায়নবাদী ইসরায়েলি। বোমা হামলা ও গণহত্যার দায়ে জায়নবাদী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধবাজ নেতাদের বিচারের দাবি জানিয়েছে বাসদ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ নিখিল দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ ঢাকা মহানগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন, জাকির হোসেন, নাসির উদ্দিন প্রিন্স, রোখাসনা আফরোজ আশা।
সমাবেশে নেতারা বলেন, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে স্বাধীন ফিলিস্তিন ভ‚মিতে কৃত্রিম রাষ্ট্র তৈরি করে ইসরায়েল নামক জায়নবাদী রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নিয়ন্ত্রণ ও তাদের উপর আধিপত্য তৈরির হীন চক্রান্তেই এই রাষ্ট্রের উদ্ভব। ফিলিস্তিনি জাতি আজ নিজ ভূমিতে পরবাসী।
তাদের ভূমি ও ঘরবাড়ি প্রতিদিন জায়নবাদীরা দখল করছে। গাজার উপর গণহত্যার বিরুদ্ধে যখন গোটা বিশ্ব সোচ্চার, তখন গাজাকে প্রায় মাটির সাথে মিশিয়ে ৪০ সহস্রাধিক মানুষ হত্যা করে এখন তারা লেবানন ধ্বংসের পথে হাটছে।
যুদ্ধবিরতির আলোচনার নামে সময় ক্ষেপণ করে ক্রমাগত বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে চলেছে। হামলা করা হয়েছে হিজবুল্লাহর সদর দপ্তর ও হত্যা করা হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।