×

রাজনীতি

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদলের ৯ দফা নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদলের ৯ দফা নির্দেশনা

ছবি: সংগৃহীত

   

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাদুর্গত মানুষের জানমালের নিরাপত্তা ও ত্রাণ বিতরণের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি ৯ দফা জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। বন্যাদুর্গত এলাকাগুলোতে এখনো পর্যাপ্ত উদ্ধারকাজ ও ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি। ছাত্রদল তার প্রতিষ্ঠার পর থেকেই দেশব্যাপী যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট ইউনিটসমূহের প্রতি নিম্নোক্ত ৯টি নির্দেশনা প্রদান করা হয়েছে:

১. বন্যাকবলিত মানুষ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

২. প্রতিটি ইউনিটে উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখতে হবে।

৩. স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪. শুকনো খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে।

৫. আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষদের ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. নারী, শিশু ও বয়স্কদের ত্রাণ ও উদ্ধারকাজে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

৭. ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে।

৮. বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণসহ পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

৯. বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য রোগবালাই (টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি) প্রতিরোধের জন্য মেডিকেল টিম গঠন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের প্রস্তুতি নিতে হবে।

আরো পড়ুন: যে কারণে রূপপুর প্রকল্পকে সাদা হাতি বললেন ড. মইনুল ইসলাম

ছাত্রদলের এই উদ্যোগ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App