শেখ হাসিনা আমাদেরকে জোর করে নির্বাচনে নিয়ে গেছেন: মুজিবুল হক চুন্নু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পিএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু
শেখ হাসিনা আমাদেরকে জোর করে নির্বাচনে নিয়ে গেছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মুজিবুল হক চুন্নু ভোরের কাগজকে বলেন, অনেক রাজনৈতিক দল আমাদেরকে দোশোরদের সহযোগী বলেন। এই কথাটা তারা বলতেই পারে। কিন্তু আমরা তো অনেক চাপে পড়ে নির্বাচনে গিয়েছি। বিশেষ করে ২০২৪ সালে যে নির্বাচনটা এইটা আমাদেরকে অনেকটা জোর করে নেয়া হয়েছে। আপনারা জানেন আমরা নির্বাচন না করলেও নির্বাচন হতো। আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দিয়ে হলেও নির্বাচন করাতো। যারা বিএনপির মত দল ছাড়া নির্বাচন করতে পারে সেখানে আমরা তো কিছুই না।
তিনি আরো বলেন, ২০১৪ সালে বিএনপির সঙ্গে আমরাও স্ব-ইচ্ছায় নির্বাচন করেছি। ২০১৮ সালেও তাই। কিন্তু ২০২৪ সালে যে নির্বাচনটা এটা আমাদের ইচ্ছা না থাকলেও আমাদের করতে হয়েছে। আগামী নির্বাচনে কারো সঙ্গে জোট বাঁধবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অনেকের মুখে শুনেছি কেউ আমাদের জোর করে নেবে না তাহলে তো আমাদের একাই নির্বাচন করতে হবে। আপনারা আরেকটি বিষয় জানেন আমরা কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম।