শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা ঠিকই বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রীই দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা যখন বলেছিলেন ‘আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী’, তখন তিনি ভুল বলেননি।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে সংবিধান আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি সংবিধান না থাকে, তাহলে অন্তর্বর্তী সরকার শপথ নিলো কীভাবে? আর যদি সংবিধান থেকে থাকে, তবে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা।
ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন এবং রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায়। সংবিধানের ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ একই সংবিধানের ৮নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বিরোধ দেখা দেয়।
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি আরো বলেন, এই সংবিধান কি আবারো সংশোধন করা হবে, নাকি নতুন সংবিধান প্রণয়ন করা হবে, তা নিয়ে গণভোট হতে পারে।
আরো পড়ুন: সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর
আলোচনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।