দুর্গাপূজা মন্ডপ ও মন্দিরে প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা বাসদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:৪০ পিএম

বাসদের লোগো
রাজবাড়ীসহ
দেশের বিভিন্ন স্থানে মন্ডপ ও মন্দিরে প্রতিমা
ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বুধবার ( ৯ অক্টোবর)
সংবাদ পত্রে দেয়া এক বিবৃতিতে এ
নিন্দা জানান তিনি।
ফিরোজ
বলেন, রাজবাড়ীর বড়পুলে জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের দুর্গাপূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টিকারীরা কত তৎপর। ইতোমধ্যে
মন্ডপ ও মন্দিরে প্রতিমা
ভাংচুরের ১৮টি ঘটনা ঘটেছে, ১৫টি মামলা হয়েছে; ১২ জন গ্রেপ্তারও
হয়েছে। কয়েকজন ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সরকারের যথাযথ পদক্ষেপের দুর্বলতার কারণে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি আসছে না।
তিনি
আশংকা প্রকাশ করে বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটতে থাকলে উৎসবের পরিবেশ বিঘ্নিত হবে।
ফিরোজ
দুর্গোৎসব আয়োজনের নিরাপত্তায় সরকারকে যথাযথ পদক্ষেপ নেবার দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পার্টির নেতা-কর্মী-দরদীসহ ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উৎসব আয়োজনে পাশে থাকার আহ্বান জানান।