৭ ও ২ মার্চ এবং ৪ নভেম্বর সর্বজন গৃহীত, বিতর্ক এড়ানোর পরামর্শ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম

গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ছবি: ভোরের কাগজ
‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজের অগ্রাধিকার নির্দিষ্ট করে জাতীয় নির্বাচনসহ গণতান্ত্রিক অভিযাত্রার পদক্ষেপসমূহ দেশবাসীর কাছে হাজির’ করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সোমবার (২১ অক্টোবর) পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশে মঞ্চের নেতারা এ কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।
আরো পড়ুন: শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়?
সমাবেশে মঞ্চের নেতারা ‘মুক্তিযুদ্ধ, ৭ মার্চ, ২ মার্চসহ ৪ নভেম্বর সংবিধান দিবসের মত সর্বজন গৃহীত দিবসসমূহু নিয়ে বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ প্রদান করেন’।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মুসতাক, ভাসানি অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মোহিতুজ্জামান মুহিত প্রমুখ নেতারা।