ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম

বাংলাদেশ ছাত্রলীগ
সন্ত্রাসী সংগঠন হিসেবে আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
তিনি মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত গণজমায়েতে এ আল্টিমেটাম দিয়েছেন । তার অভিযোগ, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে এবং তাদের হাতে মানুষের মৃত্যু হয়েছে, তাই তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
গণজমায়েতে মাসউদ বলেন, যদি আবারো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, আমরা ৫ আগস্টের মতো প্রতিরোধ গড়ে তুলব। যদি প্রয়োজন হয়, ছাত্রজনতা আবারো রক্ত দিতে প্রস্তুত।
এছাড়াও, জমায়েতে বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি করা হয়। সমন্বয়ক সারজিস আলম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্র-জনতা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
এই গণজমায়েতে বক্তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং ছাত্রলীগের কার্যকলাপের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান। তারা দৃঢ়তার সঙ্গে তাদের দাবি আদায়ে অটল থাকার অঙ্গীকার করেন।