শেখ হাসিনার বিচার চাইলেন ছাত্র শিবির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম

সোমবার প্রেসক্লাবে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা হামলা নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি বিকেল ৪টায় শুরু হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: আবারো শেখ হাসিনার অডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রদর্শনীর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা হামলা, ২০০৯ সালের পিলখানা বিডিয়ার বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি, প্রহসনের নির্বাচন ২০২৪ সালে ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র পরে আমরা এই আলোক চিত্র প্রদর্শনী করেছি। আমরা চাই মানুষ এগুলো জানুক।
তিনি আরো বলেন, বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমরা একটাই দাবি করি ২০০৬ সালে যে ঘটনাটি ঘটেছিল তার প্রেক্ষিতে শেখ হাসিনার বিচার করতে হবে। একটা মানুষ কত খারাপ হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। এ সময় ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এ প্রদর্শনী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।