×

রাজনীতি

সাক্ষাৎকারে বিএনপির হুমায়ুন কবীর খান

দেশ অস্থিতিশীল করতে আ. লীগ তিনটি সেক্টর বেছে নিয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

দেশ অস্থিতিশীল করতে আ. লীগ তিনটি সেক্টর বেছে নিয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান। ছবি: ভোরের কাগজ

   

বিগত সময়ে সরকারে থাকা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এজন্য তারা তিনটি সেক্টরকে বেছে নিয়েছে। গার্মেন্টস সেক্টর, পরিবহন সেক্টর ও বন্দরকে তারা অকার্যকর করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ রয়েছে। 

রবিবার (৩ নভেম্বর) বিকেলে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ে ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান এসব কথা বলেন।  

তিনি বলেন, ৫ আগস্টের পর বিগত সরকারের লোকজন শ্রমিক শ্রেণিকে উত্তেজিত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা শুরু করে। তারা পরিকল্পিতভাবে গাার্মেন্টস সেক্টরে উত্তেজনা ছড়ায়। পরিবহন সেক্টর নিয়ে অপপ্রচার চালায়। এই দুই সেক্টরের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের গুজব ও অপপ্রচার ছড়ানো হয়। আমদানি-রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ বন্দরগুলো অকার্যকর করতে চেষ্টা চালানো হয়। ষড়যন্ত্র রুখে গার্মেন্টস সেক্টরে স্বাভাবিক অবস্থা ফেরাতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মোটিভেশন করতে সভা-সমাবেশ করে শিল্প ও শ্রমিক রক্ষার জন্য জাতীয়তাবাদী শ্রমিকদল ও ট্রেড ইউনিয়নগুলো কাজ করছে।     

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি যাতে না হয় এবং সবকিছু স্বাভাবিক রাখতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি পালন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ফেডারেশন। 

আরো পড়ুন: খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ চূড়ান্ত

তিনি বলেন, আগে এই সেক্টরগুলো সম্পূর্ন দলীয়করণের মধ্যদিয়ে পরিচালনা করা হয়েছে। ঘাপটি মেরে থাাকা স্বার্থান্বেসী মহল ছাত্র-শ্রমিক-জনতার অর্জনকে ব্যাহত করতে এখনো চেষ্টা করছে। তাদের কোনো অপচেষ্টা এবং ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি নেতাকর্মীরা যেকোনো মূল্যে সবধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে। 

জাতীয়তাবাদী শ্রমিকদলের এই উপদেষ্টা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনে বিশ্বাসী। সাংগঠনিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। কোথাও যাতে সাংগঠনিক বিশৃঙ্খলা না হয় কেন্দ্র থেকে সেদিকে কঠোর নজরদারী করা হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারে সেদিকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে। 

নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি রাষ্ট্রক্ষমতায় আসলে বিএনপি জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাবে। সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে গাজীপুরের কালিয়াকৈর কলেজ ছাত্র সংসদের সাবেক এই ভিপি বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এজন্য অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগ সর্বত্র জঞ্জাল সৃষ্টি করে রেখে গেছে। লুটপাট-হরিলুট ছিল তাদের লক্ষ্য। তারা দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়েছে বারবার। অনেক সেক্টরের মতো পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি তাদের একনায়কতান্ত্রিক কার্যক্রমের কারণে হয়েছে। ট্রেড ইউনিয়নকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এসব অনিয়ম দূর করতে হলে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App