মেডিকেল বোর্ড
দুই পা ফুলে গেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে ৪ সদস্যের মেডিকেল বোর্ড। শনিবার (৯ নভেম্বর) কারাগারে গিয়ে তারা লুৎফুজ্জামান বাবরকে দেখেন।
মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, লুৎফুজ্জামান বাবরের শরীরে নানা ধরনের সমস্যা রয়েছে। তবে বর্তমানে অ্যাজমার সমস্যা তাকে বেশি ভোগাচ্ছে। পাশাপাশি তার দুই পা ফুলে গেছে। রক্তনালি দিয়ে রক্ত সঞ্চালন বাধাগ্রস্থ হওয়ায় এমনটা হতে পারে। প্রস্রাব চেপে রাখতে পারছেন না। আগে থেকেই কিডনীর সমস্যা থাকায় এমনটি হতে পারে। বর্তমান অবস্থা বিবেচনায় বেশ কিছু টেস্ট করতে বলা হয়েছে। দেয়া হয়েছে কিছু ওষুধ। টেস্ট রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা কি নেয়া যেতে পারে সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে জানানো হবে। কারাগারের পক্ষ থেকে সিভিল সার্জন বিএসএমএমইউ’কে চিঠি দিলে ৪ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
আরো পড়ুন: নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: তারেক রহমান
মেডিকেল বোর্ডের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন ভোরের কাগজকে বলেন, আমাদের এই হাসপাতালেই নিয়মিত চেকআপে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কিন্তু পটপরিবর্তনের পর বেশ কিছুদিন তিনি চেকআপ করাতে পারেননি। এর ফলে তার পুরনো সমস্যাগুলো বেড়েছে। একইসঙ্গে দুই পা ফুলে গেছে। আমাদের মনে হচ্ছে- রক্তনালী দিয়ে রক্ত সঞ্চালন বাধাগ্রস্থ হওয়ায় এমনটি হচ্ছে। এছাড়াও প্রস্রাব আটকে রাখতে পারছেন না। কিডনীর সমস্যায় এমনটি হতে পারে। তার ঘাড় ও কোমরের হাড্ডি ক্ষয় সমস্যা রয়েছে। দাতে ইনফেকশন হওয়ায় খাবার খেতে সমস্যা হচ্ছে। শ্বাসকষ্টের পুরনো সমস্যাও রয়েছে। সবকিছু বিবেচনা করে- তার পুরনো ওষুধের সঙ্গে নতুন কিছু ওষুধ দেয়া হয়েছে। কিছু টেস্ট করতে বলা হয়েছে। ওই টেস্ট রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নিতে বলা হবে।
আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল
এ বিষয়ে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির ভোরের কাগজকে বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কারা হাসপাতালে তার কিছু টেস্ট করানো হবে এবং স্যাম্পল কালেক্ট করে ব্ল্যাড ও ইউরিন রিলেটেড কিছু টেস্ট বিএসএমএমইউ হাসপাতালে করানোর পর চিকিৎসকরা ফাইনাল ব্যবস্থাপত্র দিবেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম বলেন, ৪ সদস্যের মেডিকেল বোর্ড খুব ভালোভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমস্যাগুলো দেখেছেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।