×

রাজনীতি

প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত হয়েছি: মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত হয়েছি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

   

১০০ দিনের পূর্তিতে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ড. ইউনূসের বক্তব্য শুনে অনেকে আশান্বিত হলেও, আমি একটু আশাহত হয়েছি। কারণ, আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের জন্য একটা রূপরেখা দিবেন। 

সোমবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যুবাষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন বার বার নির্বাচনের কথা বলছি , কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হবে। বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় না। তবে আজকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের দিকে নিয়ে যেতে চাইছে তখন তারা পিছিয়ে যাবে কারণ তখন জনগণের সমর্থন থাকবে। সংস্কার আমরা চাই না শুধু আমরা সংস্কার শুরু করেছি। আমরাই সংস্কারের উদ্দ্যোগতা। সংস্কার অবশ্যই চাই এবং আমরা করবো । অনুরোধ জিনিসটাকে যেভেবে করলে সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে এগিয়ে নিয়ে যান । 

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত কোন বাধা দেইনি আপনাদের সমর্থন দিয়েছি প্রতি ক্ষেত্রে ,যদিও সচিবালয়ে যারা বসে আছে তারা বিগত সরকারের দোসররা। কীভাবে কাজ করবেন তারাই তো সংস্কার করতে দিবে না। সমস্ত আমলা বসে আছে যারা স্বৈরাচারের দোসর কোটি কোটি টাকা আয় করেছে। তাদের ক্ষেত্রে কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এগুলোকে দৃশ্যমান করেন। আর প্রশাসনের নজর দিতে হবে। জিনিসপত্রের দাম এতো বেড়েছে যে স্বস্তি পাবার সুযোগ নেই। তারপরেও মানুষ মেনে নিচ্ছে, কারণ আপনি একটা সুন্দর জিনিস দিবেন তাই বাজার নিয়ন্ত্রণ করা জরুরী। সিনেডেকেটগুলোকে ভাঙ্গার চেষ্টা করেন। 

বিএনপির মহাসচিব বলেন, আমরা অবশ্যই সংস্কার চাই। তবে তা অবশ্যই যোক্তিক সময়ের মধ্যেই। দেরি করলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে। তারা ভাববে অন্তর্বতী সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তিনি বলেন,  এই মূহর্তে দেশে একটি নির্বাচন দিতে হবে। আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক না যাক গেট ইজ ইম্ম্যাটেরিয়াল। 

বিএনপির মহাসচিব শংঙ্কা প্রকাশ করে বলেন, যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে নির্বাচনের একটা রূপ রেখা দিলে কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App