সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: শহীদ চৌধুরী এ্যানি

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) থেকে
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন সংস্কার শেষে অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। দেশ সংস্কার করতে এত সময় লাগার কথা নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি আহ্বায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ মির্জা ফখরুল
বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।