আমিনুল হক
ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা অবৈধ মাদককে 'না' বলতে পারবো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

ছবি: ভোরের কাগজ
কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলে- অবৈধ মাদককে 'না' বলতে পারবো। তিনি বলেন,সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই- যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য-তৃণমুল সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে উল্লেখ করে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের যে প্রত্যাশা-যে আকাঙ্খা তা পূরণ হবে, আমরা এটাও বিশ্বাস করি ক্রীড়াঙ্গনে এখন থেকে আর কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না।
তিনি বলেন, আমরা সারা বছরই ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করেছি। এরপর আমরা জেলা-উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট ধারাবাহিক ভাবে চালু রাখব।
আরো পড়ুন: দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে
নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়েই সারাদেশে আমাদের এ টুর্নামেন্টের আয়োজন উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, গত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে আমরা অনেক প্রতিকূলতা বাঁধা বিপত্তি অতিক্রম করে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম। তখন তিনটি বিভাগের খেলা আমরা সম্পন্ন করতে পেরেছিলাম।
তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বরের পর থেকে আবার আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করবো। পাশাপাশি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকবে; এই দুইটি টুর্নামেন্ট শেষে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নারী ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করবো।
এ সময় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দেবব্রত পাল, খুলনা টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আলম নান্নু, নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন প্রমুখ।
খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি একদিনের এ ম্যাচে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে।