রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করতে চায় তুরস্ক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

ছবি: ভোরের কাগজ
আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আমীর খসরু বলেন, বিগত তিন মাসে সাংস্কৃতিক লেনদেন, চিকিৎসা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগনের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি।’
আরো পড়ুন: দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে
এর আগে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এর আগে নেপাল, ভুটান, পাকিস্তান, ভারতসহ একাধিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে করে বিএনপি।