ছাত্রলীগ সভাপতি সুজন গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

ছবি: ভোরের কাগজ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতি মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রলীগ নেতা মাহাবুব কামাল খান সুজন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খাঁনের ছেলে। তিনি ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুনুর রশিদ মামুন নামে একজন নিহত হন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় মহাবুব কামাল খান সুজন এজাহারভুক্ত ৮৬ নম্বর আসামি ছিলেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে ছালত্রীগ সভাপতির অবস্থান জানতে পেরে গোপনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী ভোরের কাগজকে বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে রংপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে থানা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।