×

রাজনীতি

ভারত আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি: গোলাম পরওয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম

ভারত আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ও সমতার। আমরা প্রতিবেশী দেশকে কখনো শত্রু মনে করিনি। কিন্তু ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি।

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

তিনি বলেন, তাদের যেসব শাসক এসেছে তারা কখনো আমাদের বন্ধু মনে করেনি।

তিনি আরো বলেন, এ দেশের ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগ সরকারের আমলেও তা অব্যাহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের। তারা বৃষ্টির পানিতে বন্যা আশঙ্কার সময় সেপ্টেম্বর মাসে বাঁধ খুলে দিয়ে এদেশকে বন্যা ও শুকনা মৌসুমে বাঁধ আটকে পানির সংকটে রাখছে। মন থেকে তারা আমাদের দেশ এবং মানুষের ভালো চায়নি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা এদেশের চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশকে মেধাহীন করে অঙ্গরাজ্য করতে চেয়েছিল সেই আওয়ামী লীগ সরকার। এখনো মেধাবীদের বঞ্চিত করে পদলেহনকারী বিভিন্ন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। অবিলম্বে তাদের সরিয়ে মেধাবীদের পদায়ন করতে হবে বলেও জানান তিনি।

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান এ দেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি চালু করেছিল। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার প্রকৃত তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App