বঙ্গবন্ধুকে কটূক্তি, অব্যাহতি পেলেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করেছেন এমন অভিযোগ এনে জয়পুরহাট আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা ২০১৪ সালের ২২ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলে কটূক্তি করেন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান, যা ২০১৪ সালের ১৭ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত হয়। এ সংবাদ পাঠ করে বাদীর এক কোটি টাকার সম্মানহানি ঘটেছে।
বাদী বাংলাদেশের নাগরিক হওয়ায় সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে ক্ষুব্ধ হয়ে ২২ ডিসেম্বর জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। জয়পুরহাট ‘ক’ অঞ্চল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিঞা মামলাটি শুনানি শেষে রাষ্ট্রদ্রোহ মামলার পর সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ পেয়ে জয়পুরহাট সদর থানায় ২০১৫ সালের ২৮ মে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ওই মামলাটি রেকর্ড করা হয়।
সরকারি আদেশ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি রেকর্ড করা হয় জয়পুরহাট সদর থানায়। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই মোখলেছুর রহমান ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ রায় দেন। মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন পিপি, এটিএম মুজাহিদুল আলম মুনা এডিপিপি ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন নাজমুল ইসলাম জনি।