এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার নেতাদের দলে ফেরালো বিএনপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বিএনপির তিনজন নেতাকে বহিষ্কারের প্রায় চার মাস পর দলে ফেরানো হয়েছে। তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়।
এর আগে শেখ হাসিনা সরকার পতনের পর চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকা থেকে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি সরানো ঘটনায় সমালোচনার মুখে পড়ে বিএনপি। পরে গত ১ সেপ্টেম্বর ওই তিনজন বিএনপি নেতার দলীয় পদ স্থগিত এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ এর ‘গ’ ধারা অনুযায়ী দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।