বাড়ির মালিক বাড়ি রেখে পালিয়ে যায় না: শেখ হাসিনাকে জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

শেখ হাসিনা ও ডা. শফিকুর রহমান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে 'বাড়ি মালিকের মত আচরণ করতেন' বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনার পাইকগাছায় এক পথসভায় তিনি বলেন, তারা এদেশে জনগণের শাসন কায়েম করেনি, একটি পরিবারকেই জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাবভাব ছিল 'আমরাই এই জাতির মালিক, বাকি ১৮ কোটি মানুষ সব ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক, তিনি বাড়ি রেখে কোথাও পালিয়ে যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়, বলেন ডা. শফিকুর রহমান।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, তারা বলতেন, আমরা এ দেশ ছেড়ে পালাবো না। আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কোথায় গেলেন, কেন পালালেন? আমরা তো বলি নাই পালাতে।
আমরা তো বলেছিলাম থাকেন, এবং দেখেন কী কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন, বলেন জামায়াতে ইসলামীর আমির।
ডা. শফিকুর রহমান ভারতের সমালোচনা করে বলেন, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি। আপনারাও বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না।