‘মার্চ ফর ইউনিটি’ যাত্রায় হামলা আওয়ামী লীগের

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত
‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে ঢাকায় আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। এ সময় তাদের একটি বাসে বাগেরহাটে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি আছে।
জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেছেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে ওই হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের লোকজন।
মোল্লারহাট উপজেলার পুলিশের উপপরিদর্শক রামপ্রসাদ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদ্রাসাঘাট এলাকায় ‘একটি ঝামেলা চলছে এবং পুলিশের একটি টিম সেখানে গেছে।’
তবে, কাদের সঙ্গে কাদের ওই ‘ঝামেলা’ হচ্ছে, সে বিষয়ে তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারেননি।
এদিকে, ওই এলাকায় সংঘর্ষ দুপুর পর্যন্ত চলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে গিয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা।