×

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্যের ফটোকার্ড প্রচার, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্যের ফটোকার্ড প্রচার, যা জানা গেল

ছবি: সংগৃহীত

   

সম্প্রতি ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন এসমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও উক্ত দাবিতে মূল ধারার একটি বেসরকারি টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটোকার্ডও প্রচার করা হয়েছে। তবে এই তথ্য ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক বিষয়ক সংস্থা রিউমর স্ক্যানার।

অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম জানিয়েছে, ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি এবং উক্ত শিরোনামে ওই বেসরকারি টেলিভিশনও কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ওই টেলিভিশনের একটি ফটোকার্ড সম্পাদনা করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ওই টেলিভিশনের লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ওই টেলিভিশনের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণ, নেপথ্যে যা জানা গেলো

এর সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বেসরকারি টেলিভিশনটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির স্বপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তবে বেসরকারি টেলিভিশনটির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৮ ডিসেম্বর ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া উচিত না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া উচিত না’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এবং ফটোকর্ডটির রংও পরিবর্তন করা হয়েছে।

অর্থাৎ ওই টেলিভিশনের এই ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

আরো পড়ুন: আওয়ামী লীগ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র।’

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না।’

এছাড়া, উক্ত দাবি সম্বলিত কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে বেসরকারি টেলিভিশনটির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App