সৈয়দ আশরাফের ৩ জানাজা নিয়ে বিরক্ত শেখ হাসিনা, কাদেরকে ধমক দিয়ে যা বলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের (সৈয়দ আশরাফ) তিনটি জানাজা হবে শুনে বিরক্তি প্রকাশ করেছিলেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন খোদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে? প্রতিউত্তরে কাঁচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করেন আর তাদেরই দাবি, না মানলে সামলানো যাবে না।
সোহেল তাজ লেখেন, সিরিজ চলবে, এখন আমার পালা। পোস্টের সঙ্গে এক সংবাদের শিরোনামের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। শিরোনামটি হলো-২০১৪ সালের পর শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফের সম্পর্কের অবনতি ঘটে।
সোহেল তাজ লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড-নষ্ট-পচা নীতি বা আদর্শবিচ্যুত লুটেরা-খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলব অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার অনুরোধও করেন তিনি।