×

রাজনীতি

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

   

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লা হত্যার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে আরো ৫৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সোমবার (৬ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার (৫ জানুয়ারি) রাতে বেলকুচির ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস, বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোলায়মান হোসেন, উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আকন্দ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী।

২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ চলাকালে বেলকুচিতে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই  সংঘর্ষে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২২) ও জামায়াত কর্মী আব্দুল জলিল (৫৫) নিহত হয়।

ওই সময় থানা পুলিশ মামলা না নেয়ায় রবিবার রাতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখপূর্বক বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App