দেশের মানুষ দুর্নীতি-দুঃশাসন আর দেখতে চায় না: ডা. শফিকুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

ডা. শফিকুর রহমান
বাংলাদেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন আর দেখতে চায় না। জামায়াত ক্ষমতায় এলে দেশের মালিক নয় জনগণের খাদেম হিসেবে কাজ করবে। দেশের প্রত্যেকটি নাগরিককে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জানুয়ারি) আরদিয়া সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ক্লান্তিলগ্নে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। অনেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন করাতে অনেকে এখনো জেলে।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।
প্রবাসীদের বিদেশের আইন- কানুন শ্রদ্ধার সঙ্গে মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রবাসীরা সব সময়ই অবহেলিত, এখনো অবহেলিত। দূতাবাস থেকে প্রবাসীরা তাদের প্রাপ্য কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৫৩ বছর বাংলাদেশ পরিচালনায় যারা ছিলেন তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, খুনের সঙ্গে জড়িত অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে।
উল্লেখ্য, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন ডা. শফিকুর রহমান। চার দিনের সফরে গত বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েত পৌঁছান ডা. শফিকুর রহমান।