×

রাজনীতি

৪৩ লাখ টিসিবি কার্ড বাতিল নিয়ে যা বললেন বাহাউদ্দিন নাছিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

৪৩ লাখ টিসিবি কার্ড বাতিল নিয়ে যা বললেন বাহাউদ্দিন নাছিম

ফাইল ছবি

   

৪৩ লাখ পরিবারের টিসিবি কার্ড বাতিল, টিসিবিতে চাল বিক্রি বন্ধ, সব সেক্টরে কর বৃদ্ধি এবং শিল্পখাত ধ্বংসের পাঁয়তারার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। শনিবার (১১ জানুয়ারি) দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এতে নাছিম বলেন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার অসাংবিধানিক ও অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করেছে। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা ক্ষমতা দখলের পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে গিয়ে ঠেকেছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। 

বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেয়ার জন্য টিসিবির আওতায় একের পর এক কর্মসূচি বৃদ্ধি করেছিল, বিভিন্ন উপায়ে খাদ্যবান্ধব কর্মসূচি চালু ছিল। অথচ এই সরকার ৪৩ লাখ পরিবারের টিসিবি কার্ড বাতিল করেছে। টিসিবি পণ্য থেকে চাল বিক্রি বন্ধ করা হয়েছে। সব সেবা খাতের মূল্য বৃদ্ধি করে এবং একের পর এক কর বৃদ্ধি করে জনগণের পকেট কাটার নীতির দিকে ঝুঁকছে এই সরকার। 

আরো পড়ুন: রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ : গভর্নর

বিবৃতিতে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ছিল কৃষিবান্ধব সরকার। কৃষককে বিনা জামানতে ঋণ এবং সময়মতো সার পৌঁছে দিত সরকার। অথচ আজ কৃষকের শ্যালো মেশিন চুরি হচ্ছে। সারের অভাবে কৃষক আজ ঠিকমতো চাষাবাদ করতে পারছে না। এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পর পর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা বাতিল করে গণশুনানির কথা বলেছিল। অথচ গণশুনানি তো দূরের কথা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা না করেই সরকার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে গণবিরোধী এই সরকার। এতে শিল্পখাতের উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করছে। একের পর এক শিল্প প্রতিষ্ঠান, প্রায় শতাধিক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। 

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, এই সরকার একদিকে উৎপাদনমুখী শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। বিপরীতে সব সেক্টরে করের বোঝা জনগণের উপর চাপানোর অপচেষ্টা করছে। আওয়ামী লীগ জনগণের প্রতি দায়বদ্ধ সংগঠন। যেখানে গণবিরোধী নীতি সেখানে জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের পক্ষে এসব গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জনকল্যাণের কর্মসূচি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। তা না হলে জনগণ সম্মিলিত প্রতিরোধ গড়ে গণবিরোধী এই সরকারকে হটাবে, ইনশাল্লাহ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App