ভারতে পালিয়েও সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় আলাউদ্দিন নাসিম

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম
চোরাইপথে পালিয়ে ভারতের কলকাতায় গিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর কলকাতার নিউ টাউন এলাকার 'কলকাতা নিউ টাউন অ্যাক্সিস মহল'-এ একটি সভা করেন তিনি। ওই সভায় আলাউদ্দিন নাসিম অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সবাইকে বর্তমান সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতাসহ সাঙ্গপাঙ্গদের নিয়ে নাসিমের মাস্তি করার একটি ভিডিও এর আগে ভাইরাল হয়েছে। শেখ হাসিনার পতনের পর বিদেশে বসে যারা আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে তাদের মধ্যে অন্যতম রেহানার ফান্ড ম্যানেজার খ্যাত ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আলাউদ্দিন নাসিম একসময় ছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রটোকল অফিসার। এর বাইরে শেখ রেহানার ফান্ড ম্যানেজার হিসেবে গত দেড় দশক আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ মাদক ব্যবসা, নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, ঘুষ-চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে- কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন এই সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্য। নাসিমের হাত ধরেই পরিচালিত হতো দেশের বেসরকারি বিদ্যুৎ ও জ্বালানি খাত। ঢাকায় মদের ব্যবসা এবং ফেনীতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্বর্গরাজ্য গড়েন। তার নানান অপকর্ম ও দুর্নীতির খবর প্রচারিত হওয়ায় নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করায় ২ অক্টোবর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে।
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি করে ১৩ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। আলাউদ্দিন নাসিমের নির্দেশেই ফেনীতে ছাত্র-জনতাকে গুলিতে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নির্দেশে জুলাই ও আগস্ট মাসে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে চলে ছাত্র হত্যা।
২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। হাসিনার সাবেক প্রটোকল অফিসার হিসেবে তিনি নিজেকে একটি প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেন এবং গড়ে তোলেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য। বিভিন্ন সময় দুর্নীতির কারণে অনেকে ধরা পড়লেও নাসিম সবসময় অন্তরালে থেকে যেতেন, যা তাকে নিয়ে প্রশ্ন এবং বিতর্ক আরো জোরালো করেছে।