×

রাজনীতি

ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম

ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন

ইনাম আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

   

প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী রাতে বলেন, তার বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তার বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে থাকার কারণে ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।

ইনাম আহমেদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু করা ইনাম আহমদ চৌধুরী স্বাধীন বাংলাদেশে সচিবের দায়িত্বও পালন করেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা হয়েছে তার।

অবসরের পর ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যানও করা হয়েছিল তাকে। জিয়াউর রহমানকে নিয়ে তার লেখা বইও রয়েছে।

এই সাবেক আমলা ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App