×

রাজনীতি

কারাগারে থাকা ‘ফারুক খানের’ পোস্ট, যে দাবি করলো কারা কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

কারাগারে থাকা ‘ফারুক খানের’ পোস্ট, যে দাবি করলো কারা কর্তৃপক্ষ

ফারুক খান

   

তুমুল আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রায় সাড়ে তিন মাস ধরে কারাবন্দি ফারুক খান বর্তমানে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। এমন পরিস্থিতিতে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট কীভাবে করা হলো- তা ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কারাগারে বসে ফেসবুক ব্যবহারের কোনো সুযোগ নেই।’ এক কর্মকর্তা বলেন, ‘কারাগারের নিরাপত্তা ব্যবস্থা কঠোর। বন্দিদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কোনো সুযোগ নেই।

এদিকে, ফেসবুক পোস্টটি ফারুক খানের পক্ষ থেকে কারা দিয়েছেন, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই ধারণা করছেন, হয়তো তার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা পরিবারের কেউ তার আইডি থেকে পোস্ট করেছেন। তবে এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ফারুক খানের পরিবারের পক্ষ থেকে।  সোমবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া সেই পোস্টে ফারুক খান লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে চলে যান। এরপর তার সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী-এমপি ও দলের নেতা ধরা পড়েন। তবে অধিকাংশ নেতা হয় দেশ ছেড়েছেন না হয় আত্মগোপনে চলে গেছেন। নিচের সারির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এমন ছত্রভঙ্গ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলতি মাসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে ফারুক খানের ফেসবুক আইডি থেকে এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটির স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়।

এর পরিপ্রেক্ষিতে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয় কারা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ফারুক খান নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী ফারুক খানের বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে, কারাগার হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়।

কারা কর্তৃপক্ষ বলেছে, ফারুক খান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে আটক আছেন। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইলফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। ফারুক খান নামের যে ফেসবুক আইডিটি থেকে পোস্ট দেয়ার কথা বলা হচ্ছে সেটি অন্য কেউ বা তার আত্মীয়-স্বজন পরিচালনা করছে কি না তা কারা দপ্তর জানে না। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে কারা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে ঢাকার সেনানিবাস এলাকার বাসা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে র‌্যাব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আলোচিত কোম্পানি ‘সামিট গ্রুপ’ ফারুক খানদের পারিবারিক ব্যবসা। তার বড় ভাই আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান। অর্থ পাচারের’ অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্প্রতি আজিজ খান, ফারুক খানসহ তাদের পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App