×

রাজনীতি

কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৭:২৭ পিএম

কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়। ছবি: ভোরের কাগজ

   

কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।

এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন কৃষক লীগ আওয়ামী লীগের ২য় সহযোগী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজস্ব ভবনের ৫ম তলায় কৃষক লীগের কার্যালয় বরাদ্দ করায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের নিজস্ব ভবনের ৫ম তলায় কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তির হওয়ায় আমাদের মর্যাদা ও অনুপ্রেরণা আরো বৃদ্ধি পাবে। নেতাকর্মীরা আরে অনুপ্রাণীত হবে। কৃষক লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রাপ্ত মর্যাদা রক্ষায় শৃঙ্খলার সঙ্গে অফিস কক্ষ ভবনের প্রবেশ পথ, করিডোর ব্যবহার করার পরামর্শ দেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ আওয়ামী লীগের সব নেতাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেন, আমাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হলো। আমরা জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা জনাই। এখন থেকে আমরা কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করতে পেরে আনন্দিত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলম, হোসনে আরা এমপি, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, সম্পাদকমন্ডলির সদস্য আলহাজ্ব নাজির মিয়া, রেজাউল করিম রেজা প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App