পর্তুগালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

ছবি: সংগৃহীত
নানা আয়োজনে পর্তুগালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী লিসবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। সাবেক ছাত্রনেতা এবং পর্তুগাল আওয়ামী যুবলীগ নেতা অনুপম মেহেদী অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।
তিনি বলেন, প্রবাসে বিএনপির জামায়াতের অপতৎপরতা প্রতিহত করতে যুবলীগকে আরো বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান তিনি। অনুষ্ঠানে অনুপম মেহেদী অনু বলেন, যুবলীগের চেয়্যারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে ও প্রবাসে বলিষ্ঠ ভূমিকা পালন করবে যুবলীগ। পর্তুগাল যুবলীগ নেতা তানভীর আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, দফতর সম্পাদক জাকির হোসাইন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আলিম উদ্দিনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেন বক্তারা। বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণ করেন তারা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুবলীগ নেতা খন্দকার ইউনুস ফাহাদ, কাওছার আহমদ প্রমুখ।পর্তুগাল যুবলীগ নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, আনোয়ার হোসেন ভূঁইয়া, জুয়েল রানা প্রধান, মো. রেদওয়ান, মো. সজীব, রুবেল হাওলাদার, মোনাব্বির হোসাইন, ফুয়াদ হাসান, আরিফ বাপ্পী, শামীম আহমদ, মাজহারুল ইসলাম।