×

প্রবাস

পর্তুগাল লিসবনের সর্ববৃহৎ সার্ডিন উৎসব

Icon

হাফিজ আল আসাদ, পর্তুগালের লিসবন থেকে

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৪:৪১ পিএম

পর্তুগাল লিসবনের সর্ববৃহৎ সার্ডিন উৎসব

ছবি: ভোরের কাগজ

   

গ্রীল করা সার্ডিন মাছের সঙ্গে পাউরুটি পানীয় হিসাবে বিয়ার এবং ওয়াইন, মিউজিকের সঙ্গে তালে তালে নাচে গেয়ে দেশী বিদেশি পর্যটকরাও উদযাপন করেন এই উৎসব। বলছি পর্তুগাল লিসবনের সর্ববৃহৎ উৎসব সান্তো আন্তোনিও অর্থাৎ সার্ডিন মাছ উৎসবের কথা।

শনিবার (১৫ জুন) সারাদিনব্যাপি নানান আয়োজনের মধ্য দিয়ে লিসবনের পর্তুগিজদের সঙ্গে সঙ্গে দেশী বিদেশি হাজারও পর্যটকরা উদযাপন করেন লিসবনের সর্ববৃহৎ উৎসবটি।

মূল অনুষ্ঠান ১২ থেকে ১৬ তারিখ হলেও প্রতি বছর জুন মাস জুড়ে শহরকে সাজিয়ে চলে লিসবনের রাস্তায় রাস্তায় এই উৎসব।

দেশ বিদেশ থেকে হাজারও পর্যটকরা অংশগ্রহণ করেন এই কালচারাল উৎসবে।

আরো পড়ুন: ৬১ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

উল্লেখ্য ১২’শ শতাব্দীর শুরুতে ফ্রান্সের দক্ষিণে প্রথম মিশনারী অভিযানে যান সেন্ট এন্থনি। সেখানে একবার মন খারাপ করলে সেন্ট এন্তোনি সাগরের পাড়ে যান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। পরে সেখানে সাগর পাড়ে কিছু সার্ডিন মাছ ভেসে আসতে দেখে সেন্ট এন্তোনি। তিনি সেগুলো কুড়িয়ে আনেন এবং মনে করেন এটি সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ। তারপর থেকেই পর্তুগিজরা সার্ডিনকে আশীর্বাদ মনে করে এই উৎসবে সার্ডিন খেয়ে থাকেন।

উদযাপনেও ঐতিহ্যগতভাবে যোগ হয় সার্ডিন মাছ। 

সেন্ট এন্তোনি লিসবনের সেন্ট হিসেবেও পরিচিত। পর্তুগিজদের সবচেয়ে জনপ্রিয় এই সেন্ট এন্তোনিকে অলৌকিক ও ভালোবাসার সেন্টও বলা হয়ে থাকে।

জুনের এই উৎসবে তাই অনেকেই তাদের পছন্দের মানুষকে চার্চে গিয়ে বিয়ে করেন। চার্চ গুলোতে গণবিয়ের আয়োজন হয়ে থাকে। অনেকের ধারণা এটি একটি পবিত্র দিন। 

পর্তুগাল প্রবাসী মাসুম আহমদ বলেন বাংলাদেশ অধ্যুষিত এলাকা হওয়ায় দেশ বিদেশি পর্যটকদের সঙ্গে সঙ্গে আমরাও আসি লিসবনের সর্ববৃহৎ এই কালচারাল প্রোগ্রাম উপভোগ করতে।

পর্তুগালের তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি ব্যক্তিত্ব রনি হুসাইন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বন্ধুবান্ধবদের নিয়ে এসেছি সার্ডিন উৎসব দেখতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App