×

প্রবাস

ইউরোপে ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত পর্তুগালে

Icon

হাফিজ আল আসাদ পর্তুগালের লিসবন থেকে

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১১:৩২ পিএম

ইউরোপে ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত পর্তুগালে

ছবি: ভোরের কাগজ

   

বাংলাদেশিদের আয়োজনে ইউরোপের পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশিরা ছাড়াও এই ঈদ জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। মনের পশুত্বকে কোরবানি করে পারস্পরিক সম্প্রীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় মুসল্লিদের। 

রবিবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ৮ টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মাতৃম মুনিজ পার্কের মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বিশাল ময়দান। নামাজের আগে ঈদুল ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা। 

এদিকে প্রবাসেও এমন জমজমাট ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। ঈদের জামাতে এসে একজন বাংলাদেশি বলেন, পুরো ইউরোপের মধ্যে পর্তুগালের এই মাতৃম মুনিজ পার্কের জামাত হচ্ছে সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ সবার অংশগ্রহণে অনেক সুন্দর ও উৎফুল্লময় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরেক বাংলাদেশি প্রবাসী বলেন, বাংলাদেশের অনেক মানুষ একসঙ্গে ঈদের নামাজে এসেছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। আরেকজন বলেন, আমরা একসঙ্গে চার/পাঁচ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছি, এজন্য সকলকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। 

অন্যদিকে পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো, ভিলা নোভা দ্যা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন ব্যাপক বাংলাদেশি মানুষ। নামাজ শেষে মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App