×

প্রবাস

প্রবাসী তানভীর অপুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম

প্রবাসী তানভীর অপুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

প্রবাসী তানভীর অপুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

   

বিশ্বপর্যটক হিসেবে দাবি করা ফিনল্যান্ড প্রবাসী তানভীর অপুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন মানুষের ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তিনি চাঁদা দাবি ও অকথ্য ভাষায় গালাগালি করেছেন এমন ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। 

এসব অভিযোগ নিয়ে গত ২ জুলাই কলাবাগান থানায় তানভীর অপুর বিরুদ্ধে একজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নাম্বার- ৮০, তারিখ- ০২/০৭/২০২৪। এসই মো. বুলবুল আহমেদকে এই জিডির তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

জিডিতে লেখা হয়েছে, এই মর্মে জানাচ্ছি যে, ২ জুলাই ২০২৪ সময় অনুমান রাত ৯টায় কলাবাগান থানাধীন বাসা নং- ৮৬/১, বশির উদ্দিন রোড, ঢাকা নামক স্থানে আমার বাসায় অবস্থানকালীন সময় আমার মোবাইল হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশ করে দেখতে পাই, বিবাদী তানভীর অপু প্রায়ই আমাকে হুমকি স্বরূপ বিভিন্ন আজেবাজে ম্যাসেজ পাঠায়। এরপর ২ জুলাই ২০২৪ সময় বিকাল ৪টা ১২ মিনিটের সময় উক্ত বিবাদী তার মোবাইল নাম্বার ০১৭০৫-৫০৫৫৩৬ দিয়ে আমার মোবাইল নাম্বারে আমাকে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রাণ নাশের হুমকি দেয়। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।

ভুক্তভোগীর ফেসবুক ম্যাসেঞ্জারেও তানভীর অপুর নানান ধরনের হুমকি ও চাঁদা দাবির স্ক্রিনশট পাওয়া গেছে। 

এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এসই মো. বুলবুল আহমেদকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

তবে অভিযুক্ত তানভীর অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভোরের কাগজকে বলেন, আমি একজন ওয়ার্ল্ড ট্রাভেলার ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমি লাল পাসপোর্টধারী মানুষ। আমি কেন চাঁদাবাজি করতে যাবো? আমাকে হয়রানি করার জন্য একটা পক্ষ কাজ করছে। যখন এই অভিযোগ করা হয় তখন আমি দেশেই ছিলাম না। আর যে জিডির কথা বলছেন সেটা ভুয়া জিডি। 

আপনাকে কেন হয়রানি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি এনজিওর সঙ্গে ছিলাম। সেখান থেকে বের করে দেয়া হয়েছিল। এরপর শেখ হাসিনার পতন হয়েছে বলে আমি ফেসবুকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর থেকে আমাকে হয়রানি করতে এসব করা হচ্ছে। এছাড়া আমি পাবলিক ফিগার। ফেইক আইডি দিয়ে এসব করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App