×

প্রবাস

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব

ছবি: ভোরের কাগজ

   

প্রবাসে কর্মব্যস্ততায় অনেক সময় দেশীর সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তারপরেও ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানান দিতে পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । তেমনিভাবে শনিবার ( ৩০ নভেম্বর) শারজাহ মাদাম ওয়াই এস ফার্ম হাউসে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ যেন এক মিলনমেলায় পরিণত হয়। হরেক রকম পিঠার চমৎকার আয়োজন ও পরিবেশন নজর কাড়ে ভিনদেশী দর্শণার্থীদেরও। মেলায় বিভিন্ন প্রদেশ থেকে স্বপরিবারে অসংখ্য নারী উপস্থিত হন। পিঠা আয়োজনে ছিল নকশী পিঠা,  ভাঁপা পিঠা, সেমাই পিঠা, পাকোন পিঠা, রসে ভেজা পিঠা, সুজি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা এবং পায়েসসহ ৩০ প্রকার পিঠা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। 

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর ফাউন্ডার লিজা হোসাইন এর সভাপতিত্বে সাদিয়া আবছার শারমিন রাখি মহসিনা তানিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই প্রেসিডেন্ট লাবণ্য আদিল, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফসার,বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই ভাইস প্রেসিডেন্ট নিশাত জাহান চৌধুরী নিশু, শারমিন রাখী কো-অর্ডিনেটর, উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, উপদেষ্টা সিআইপি  জেসমিন আক্তার , উপদেষ্টা রোমানা আক্তার, উপদেষ্টা শরিফা সৈনিক, শবনম আক্তার এক্সিকিউটিভ, সালমা শাফায়েত এক্সিকিউটিভ,তানিয়া আহমেদ এক্সিকিউটিভ, সাঈদা আহমেদ নওরিন টিম লিডার, মহসিনা তানিয়া টিম লিডার, ঈশিকা মাজহার টিম লিডার, সাথী আলী টিম লিডার, ঈশিকা পারভিন টিম লিডার, নাসরিন আক্তার টিম লিডার, রুমানা বর্ণি টিম লিডার,কামরুন নাহার টিম লিডার,ফাহমিদা সুলতানা টিম লিডার সহ অনেকে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত আইক্যাব শিল্পীগোষ্ঠীর সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ। 

খেলাধুলায় ছিল, ছোট ছেলে-মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলাসহ নানা ধরনের খেলাধুলা। শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আইক্যাব শিল্পী গোষ্ঠীর সভাপতি আহমেদ আলী জাহাঙ্গির বলেন,  আমাদের নারীরা দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে এগিয়ে যাচ্ছে। এতে আমরা খুবই উৎসাহিত এবং তাদের এ অগ্রযাত্রা এভাবে আরো এগিয়ে যাবে সে কামনাই করি। সংযুক্ত আরব আমরাতে বাংলাদেশি লেডিস ক্লাব বৃহৎ সংগঠন। তিনি বলেন, এই সংগঠন বিগত ৬ বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতেও তারা নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে বহির্বিশ্বে। দেশের গণ্ডি পেরিয়ে তারা আরো সুনাম অর্জন করবে। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব সৈনিক বলেন, বাংলাদেশ লেডিস ক্লাব প্রবাসের বুকে বাংলাদেশের সংস্কৃতি কালচার তুলে ধরতেছে। প্রবাসের মাটিতে পিঠা উৎসব, বাংলাদেশি কালচার খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমিরাতে বাংলাদেশি পুরুষের পাশাপাশি লেডিস ক্লাব পিছিয়ে নেই। তারা বাংলাদেশি পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কমিউনিটির কাজ করে যাচ্ছে।  

বাংলাদেশ লেডিস ক্লাবের ফাউন্ডার সভাপতি লিজা হোসাইন বলেন, আমি ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আছি। বিভিন্ন সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে থাকি। প্রবাসে অসংখ্য বাংলাদেশের মহিলারা আছেন। তারা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। একথা মাথায় রেখে ৬ বছর আগে আমরা লেডিস ক্লাবের সূচনা করি। বাংলাদেশি সংস্কৃতি প্রবাসের মাটিতে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ লেডিস গ্রুপে ২২০০ সদস্য রয়েছে। এখানে আবুধাবি, দুবাই, আল-আইন, রাস আল খাইমা, সারজাহ,আজমান, ফুজিরাসহ প্রত্যেক স্টেটে ১ জন করে প্রতিনিধি রয়েছে। প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।  

সংগঠনের প্রেসিডেন্ট  লাবণ্য আদিল বলেন, বাংলাদেশ লেডিস ক্লাব বিগত ৬ বছর ধরে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা প্রতিবছরের ন্যায় এবারো নবান্ন উৎসবের আয়োজন করেছি। নবান্নকে বরণ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। বাংলাদেশে বসবাস করার কারণে আমরা হয়তো নবান্নের স্বাদটা দেখে বড় হয়েছি। আমাদের সন্তানেরা অর্থাৎ পরবর্তী প্রজন্মরা নবান্ন বা পিঠা উৎসব জিনিসটা নিয়ে পরিচয় করাতে।

বাংলাদেশ লেডিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট  নিশাত জাহান চৌধুরী নিশু বলেন, বাংলাদেশ লেডিস ক্লাব একটি নারী সংগঠন। বিগত ৬ বছর ধরে আমরা পরিচালনা করে আসছি। প্রতিবছরের ন্যায় এবারো আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। এখানে বাচ্চাদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মহিলাদের পিলো পাসিং ও পিঠা উৎসবের আয়োজন করেছি। আমরা চেষ্টা করি আমাদের সন্তানের দিকটা বিবেচনা করে তাদেরকে এই পিঠা পুলির সাথে পরিচয় করাতে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে । নিত্য নতুন অনুষ্ঠান নিয়ে আমরা আসবো। 

লেডিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফসার বলেন, বিগত বছরগুলোতেও আমরা এই উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, চিরায়ত বাংলার মুখ তুলে ধরতে আয়োজকদের প্রস্তুতির কমতি ছিল না।  সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App